স্পোর্টস রিপোর্টার : দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করে নিয়ে ম্যাচ সেরা হন। এই ম্যাচেই দুঃসংবাদও মিলে। নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়েন। জিম্বাবুয়ে সফর তার শেষ হয়ে যায়। সোহানের পরিবর্তে আগামীকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেবেন সৈকত। সোহানের পরিবর্তে শেষ টি-টোয়েন্টির জন্য দলে নেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে।
পড়ুন : ইনজুরিতে জিম্বাবুয়ে সফর শেষ সোহানের
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে নেতৃত্ব হারান রিয়াদ। এমনকি দল থেকেও বাদ পড়েন। বিশ্রামে রাখার কথা বলে দল থেকে রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। দুই টি-টোয়েন্টি শেষ না হতেই আবার টি-টোয়েন্টি দলে রিয়াদকে নেওয়া হলো। এখন জিম্বাবুয়ে সফরেই আছেন রিয়াদ। টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এ সিরিজ খেলতে জিম্বাবুয়েতে আছেন রিয়াদ। তাই দেশ থেকে কাউকে না নিয়ে রিয়াদকেই আবার দলে ভেড়ানো হয়েছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে রিয়াদকে একাদশেও দেখা যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সৈকতকে অধিনায়ক ও রিয়াদের দলভুক্তি নিয়ে নিশ্চিত করেছে।