Search
Close this search box.

ফাইনালেও ভারতকে হারিয়ে শিরোপা জয় উদযাপন করতে চায় বাংলাদেশ

ফাইনালেও ভারতকে হারিয়ে শিরোপা জয় উদযাপন করতে চায় বাংলাদেশ

মিথুন আশরাফ : রাউন্ড রবিন লিগে ভারতকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। আগামীকাল ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় ফাইনাল ম্যাচেও একইভাবে ভারতকে হারাতে চায় বাংলাদেশ। শিরোপা জয়ের উদযাপন করতে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলতে চায়।

এমন আশাই ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার ও সাবেক ফুটবলার বিজন বড়ুয়া। বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘শুরু থেকেই আমাদের দলটা ভারসাম্যপূর্ণ ছিল এবং আমি এটা আগে থেকে বলে আসছি। আমি নিজেও খেলোয়াড় ছিলাম, তো এই ছেলেদের অনুশীলন দেখেই বুঝতে পেরেছিলাম যে এরা ফাইনাল খেলবে। অনুশীলনে সব খেলোয়াড় উজ্জীবিত ছিল।’

অপরাাজিত থেকেই ফাইনালে খেলছে বাংলাদেশ। ফাইনালও জিতে  অপরাজিত চ্যাম্পিয়নই হতে চায় বাংলাদেশ। শিরোপা জেতার বাসনা নিয়ে বিজন  বড়ুয়া বলেছেন, ‘ফাইনালে আমরা অবশ্যই জিততে চাই। বিগত সময়ে (রাউন্ড রবিন লিগে) আমরা যেমন ভারতের বিপক্ষে জিতেছিলাম, সেই একইভাবে জিততে চাই। কোচ সেভাবে পরিকল্পনা সাজাচ্ছেন। সে অনুযায়ী আশা করি ফাইনাল খেলবো আমরা।’

অবশ্য বাংলাদেশের ফাইনালে জেতায় বাঁধা থাকছে। শহীদুল ইসলাম লাল কার্ডের কারণে ফাইনাল মিস করবেন। মিরাজুল ইসলামের আছে চোট। বাংলাদেশ দলের শক্তিমত্তা তাতে কমছে। তাতেও আত্মবিশ্বাস হারাচ্ছেনা দল। বিজন বড়ুয়া যেমন বলেছেন, ‘দলে একটু সমস্যা আছে, যেহেতু শহীদুল ইসলাম গত ম্যাচে লাল কার্ড পেয়েছে। মিরাজুল ইসলামের একটু ইনজুরি আছে। এর বাইরে সবাই সুস্থ আছে। তবে আমার মনে হয়, আমাদের দলে যত খেলোয়াড় আছে, তারা ১৯-২০, এখানে কোনও সমস্যা হবে না। কোচও সেভাবে পরিকল্পনা সাজাবেন। আশা করি, ফাইনাল আমরা জিতবো।’

বাংলাদেশ একটি ম্যাচেও লিগ পর্বে হারেনি। প্রথম ম্যাচে মিরাজুল ইসলামের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারায়। এরপর ভারতকে ২-১ গোলে হারিয়ে দেয়। পিয়াস আহমেদ নোভা জোড়া গোল করে বাংলাদেশকে জেতান। নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে টানা তিন জয় তুলে নেয় বাংলাদেশ। এবার মিরাজুল ইসলাম হ্যাটট্রিক করেন। রফিকুল ইসলাম একটি গোল করেন। লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। পিয়াস আহমেদ নোভা গোল করেন। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে, অপরাজিত থেকেই ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। লিগ পর্বে যেভাবে ভারতকে হারিয়েছে বাংলাদেশ, ফাইনালেও সেভাবে হারিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হতে চায়। শিরোপা জয় উদযাপন করতে  চায়।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ