সবার আগে ফাইনালে উঠবে কে, মাশরাফির সিলেট না লিটনের কুমিল্লা? ॥ বিদায় ঘটবে কার, সাকিবের বরিশাল না সোহানের রংপুরের?
মিথুন আশরাফ – আর মাত্র চারটি ম্যাচ বাকি। এরপরই পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। ১৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে এবারের বিপিএল শেষ হবে। তবে এরআগে এই ফাইনালে ওঠার আসল লড়াই হবে। আজ শুরু হচ্ছে প্লে-অফের লড়াই। যেখানে দুটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ হবে।
দুপুর দেড়টায় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচ দিয়ে প্লে-অফ লড়াই শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৬ টায় মাশরাফি বিন মর্তুজার সিলেট সিক্সার্স ও লিটন কুমার দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে।
এই দুটি ম্যাচের পর মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ম্যাচে যে দল হারবে, তাদের বিদায় ঘটবে। যারা জিতবে, তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে। সাকিবের ফরচুন বরিশাল ও সোহানের রংপুর রাইডার্সের মধ্যে যে কোন একদলের বিদায় ঘন্টা আজ বাজছে, তা নিশ্চিত। যে দল জিতবে, তারা দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে, জিতলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। আর প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে, তারা ফাইনালে উঠে যাবে। হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। মাশরাফির সিলেট সিক্সার্স ও লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে যে কোন একদল আজ ফাইনালে উঠছে, তা নিশ্চিত। যে দল প্রথম কোয়ালিফায়ারে হারবে, তাদের ফাইনালে খেলার আশা থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতলে ফাইনালে উঠতে পারবে। প্রথম কোয়ালিফায়ার ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দল বৃহস্পতিবার ফাইনালে লড়াই করবে। প্লে-অফের সবকটি ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।