Search
Close this search box.

বিপিএল থেকে ছিটকে গেলো দুর্দান্ত ঢাকা

উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয় পেয়েছিল ঢাকা। এরপর আর একটি ম্যাচও জেতেনি তারা। সেই টানা ১১ হারে ২ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করল দুর্দান্ত ঢাকা।

গতকাল ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে শেষ ১২ বলে দরকার ছিল ৩৩ রান। সেই সমীকরণ আর মেলানো সম্ভব হয়নি দুর্দান্ত ঢাকার। শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ১০ রানে। এ নিয়ে টানা ১১ ম্যাচ হারলেন তাসকিন আহমেদরা। আর এ জয়ে এবারের বিপিএলের প্লে অফের আশও বাঁচিয়ে রাখল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চারে উঠে এসেছে তারা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর দেয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা থেমে যায় ৫ উইকেটে ১৪৯ রানে। জয়ের জন্য শেষ ওভারে ২২ রান দরকার ছিল ঢাকার। তবে ১৮ বলে অপরাজিত ৩১ রানের জুটি গড়লেও সমীকরণ মেলাতে পারেননি অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (২৯*) ও উইকেটরক্ষক ইরফান শুক্কুর (১৪*)। শুভাগত হোমের অফব্রেকে ৯ রানে ২ উইকেট হারিয়ে বসা ঢাকাকে জয়ের স্বপ্ন দেখান মূলত অ্যালেক্স রোজ। দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন তিনি। ওপেনার মোহাম্মদ নাইম করেন ২৯ রান।

এবারের বিপিএল ২০২৪ আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নিচ্ছে দুর্দান্ত ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ