Search
Close this search box.

সিরিজ হারের সাথে ৪০ শতাংশ জরিমানাও গুনতে হচ্ছে তামিমদের!

সিরিজ হারের সাথে ৪০ শতাংশ জরিমানাও গুনতে হচ্ছে তামিমদের!

স্পোর্টস রিপোর্টার : জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও হেরেছে বাংলাদেশ। সিরিজ হারের ক্ষত এখনও তরতাজা! এরইমধ্যে আবার জরিমানা গুনতে হচ্ছে তামিমদের।

স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে দলের ক্রিকেটারদের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা দিতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে তারা জানিয়েছে, হারারেতে গত ৭ আগস্ট হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম করে তামিম ইকবালের দল। আইসিসির নিয়মানুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে দুই ওভার কম করার কারণে ৪০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের।

ম্যাচ শেষে স্লো ওভার রেটের বিষয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হলে, টাইগারদের ওয়ানডে অধিনায়ক শাস্তি মেনে নেন। যার ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি। বুধবার হারারেতে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় ম্যাচটি শুরু হবে। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে খেলতে নামবে তামিমের দল। ম্যাচটি বাংলাদেশ জিতলে সিরিজে ২-১ ব্যবধান হবে। আর হারলে ৩-০ ব্যবধানে সিরিজ হারবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ