মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

হালান্ডের গোল, বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের দুর্দান্ত জয়

হালান্ডের গোল, বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের দুর্দান্ত জয়

বিশ্বকাপ বাছাই পর্বে জাতীয় দলের হয়ে দুর্দান্ত একটি গোল করেছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আরলিং হালান্ড। তবে শুধু তার গোলই নয়, নরওয়ে পুরো ম্যাচেই মলদোভার বিপক্ষে দাপট দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে। প্রতিপক্ষকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তারা।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এটি ছিল নরওয়ের প্রথম ম্যাচ। আই গ্রুপে তাদের প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও এস্তোনিয়া। একই দিন এই গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েল জয় পেয়েছে এস্তোনিয়ার বিপক্ষে।

নরওয়ে এর আগে মাত্র তিনবার বিশ্বকাপে অংশ নিয়েছে, সর্বশেষ ১৯৯৮ সালে। তখনো জন্ম হয়নি হালান্ডের। এবার সেই হালান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন, সঙ্গে রয়েছেন আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। নরওয়ের ফুটবলপ্রেমীরা আশাবাদী, এই দুই তারকার হাত ধরে দলটি আবারও বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে। স্ক্যান্ডিনেভিয়ান দেশটি যে গ্রুপে রয়েছে, সেখান থেকে তাদের মূল পর্বে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল। আর সেই সম্ভাবনার পথ খুলে দিলো তাদের প্রথম ম্যাচের দারুণ জয়।

এই ম্যাচে নরওয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন হালান্ড, যার মাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়ালো ৩৯-এ, মাত্র ৪০টি ম্যাচ খেলে।

ম্যাচের শুরুতেই, পঞ্চম মিনিটে, ডর্টমুন্ডের ডিফেন্ডার হুলিয়ান রিয়ারসন প্রথম গোল করেন। এরপর ২৩তম মিনিটে হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন। প্রথম গোলের অ্যাসিস্ট করা থেলো আসগার্ড করেন তৃতীয় গোল।

প্রথমার্ধের শেষ দিকে, ৪৩তম মিনিটে আলেকজান্ডার সোরলথ চতুর্থ গোল করেন। এরপর ৬৯তম মিনিটে অ্যারোন ডোনাম ম্যাচের পঞ্চম এবং শেষ গোলটি করেন।

এরই মধ্যে হালান্ড চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন। তবে তার পরবর্তী বড় লক্ষ্য দেশের হয়ে বিশ্বকাপের মঞ্চে খেলা। ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে ব্যর্থ হয়েছিল নরওয়ে। এবার ২০২৬ বিশ্বকাপ তাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ