Search
Close this search box.

স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

স্পোর্টস ডেস্ক: অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মাথায় যুগান্তকারী এক উদ্যোগের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান দ্রুততম সময়ের মধ্যে হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট।

খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরির মাধ্যম হতে পারে স্পোর্টস ইনস্টিটিউট, এমন ভাবনা থেকেই উদ্যোগটি নেয়া বলে জানান আসিফ মাহমুদ।

বৈধতার ভিত্তিতে কীভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তন আনা যেতে পারে সেটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সমাধানের পথ এখনো খোঁজা হচ্ছে বলে জানান নতুন ক্রীড়া উপদেষ্টা।

তিনি বলেন, ‘এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। কোনো একটা সমাধানে না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে আপনারা সংবাদ পাবেন।’

ক্রীড়াঙ্গনে দুর্নীতি-অনিয়মের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসিফ মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ