বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ

বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।

জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন দেশবাসীকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে। তার মতে, জনগণের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। তিনি আরও জানান, কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছে। এরই অংশ হিসেবে জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ডাটা এন্ট্রির কাজ বর্তমানে চলছে।

ভোটার দিবসের উদ্বোধনের পর এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ