বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আত্মবিশ্বাসী কণ্ঠে হামজা চৌধুরী জানালেন, ভারতকে হারানো সম্ভব

দেশে ফিরে রোমাঞ্চিত হামজা বললেন, আমরা ভারতকে হারাতে পারব

আত্মবিশ্বাসী কণ্ঠে হামজা চৌধুরী জানালেন, ভারতকে হারানো সম্ভব
সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২টায় বাংলাদেশে পৌঁছান জাতীয় ফুটবল দলের নতুন তারকা হামজা চৌধুরী। বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হলে বাফুফের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

হামজাকে দেখতে বিমানবন্দরের বাইরে বিপুল সংখ্যক সমর্থকের ভিড় জমে। তার আগমনের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত হন, ফলে বিমানবন্দরের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

বিমান থেকে নামার প্রায় এক ঘণ্টা পর গণমাধ্যমের সামনে আসেন হামজা। তাকে দেখার জন্য ভিআইপি গেটের সামনে অপেক্ষমাণ সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্লোগানে মুখরিত করে তোলেন পরিবেশ। তবে তিনি বেশি সময় কথা না বলে সংক্ষেপে বলেন, “দেশে ফিরে খুব ভালো লাগছে, আমি রোমাঞ্চিত। কোচ কাবরেরার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা কিছু পরিকল্পনা করেছি, যা বাস্তবায়ন করতে পারলে ভারতকে হারানো সম্ভব।”

বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী জানিয়েছেন, হামজা স্থানীয় লোকজনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কথা বলবেন। এ উপলক্ষে সেখানে গরিবদের মধ্যে ইফতার বিতরণ করা হবে। হামজা নিজেও একটি এতিমখানা পরিচালনা করেন, যেখানে তিনি ইফতার বিতরণ করবেন। এরপর তিনি নিজ বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাবেন।

হামজার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামীকাল রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন এবং জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের। বাংলাদেশ দল তার নেতৃত্বে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে, আর সমর্থকরাও সেই আশায় বুক বেঁধেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ