ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’-এ ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় কলকাতার ম্যারিয়ট হোটেলে এই অনুষ্ঠানে টলিউডের তারকারা উপস্থিত ছিলেন। অন্যান্য পুরস্কারজয়ীদের মধ্যে ছিলেন অর্জুন চক্রবর্তী, রুক্মিনী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, পাওলি দাম, টোটা রায় চৌধুরী, জিৎ গাঙ্গুলী ও শুভশ্রী গাঙ্গুলী।
পুরস্কার জয়ের পর জয়া আহসান সামাজিক মাধ্যমে লিখেছেন, “এই স্বীকৃতি আমার দীর্ঘ অভিনয়জীবনে নতুন সংযোজন। ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ।”
এদিন তিনি বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইন করা জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন পরেছিলেন। জয়ার এই অর্জনে ঢাকার সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।