বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাম্প ও পুতিনের ফোনালাপ চলছে

পুতিনের

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনালাপে অংশ নিয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে এ আলোচনা শুরু হয়। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ ড্যান স্ক্যাভিনো এক্স (টুইটারের নতুন নাম) প্ল্যাটফর্মে জানিয়েছেন যে ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে আলোচনার আগে পুতিন রাশিয়ার শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন, যেখানে তিনি রাশিয়ার ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মন্তব্য করেন।

যদিও ট্রাম্প-পুতিন আলোচনার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি, তবে ক্রেমলিন আগেই জানিয়েছিল যে এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হতে পারে।

ওয়াশিংটন জানিয়েছে, ট্রাম্প ৩০ দিনের যুদ্ধবিরতির একটি চুক্তি নিয়ে কথা বলবেন। বিভিন্ন সূত্র বলছে, এই আলোচনায় ইউক্রেন ও রাশিয়ার সম্পদের বণ্টন নিয়েও আলোচনা হতে পারে।

এদিকে, এক রুশ কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া মার্কিন কোম্পানিগুলোকে তাদের খনিজসম্পদ খাতের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ