প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশকে অবহেলা করে বা পাশ কাটিয়ে কোনো দেশ গড়া সম্ভব নয়। তিনি মনে করেন, পুলিশই আইন-শৃঙ্খলার মূল ভিত্তি এবং এটি ছাড়া কোনো উন্নয়নই কার্যকর হবে না, যত বড় পরিকল্পনাই নেওয়া হোক বা যত অর্থই বিনিয়োগ করা হোক না কেন।
সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পুলিশের ১২৭ জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের বিদ্যমান আইন মেনে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের যেকোনো কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুলিশই পরিবেশ সৃষ্টি করে, যা উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি জোর দিয়ে বলেন, আইন-শৃঙ্খলা না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার—কোনো কিছুরই অস্তিত্ব থাকে না। তাই দেশের উন্নয়নে পুলিশকে যথাযথ গুরুত্ব দিতে হবে।
অধ্যাপক ইউনূস আরও বলেন, পুলিশ সুপারদের কাজের সঠিক মূল্যায়ন করা হলে মাঠপর্যায়ে প্রতিযোগিতা আরও গতিশীল হবে। তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, এটি আমাদের জন্য একটি বড় সুযোগ, যা সঠিকভাবে কাজে লাগাতে হবে। বাংলাদেশ পুলিশের ভূমিকা নতুন বাংলাদেশের গঠনে নেতৃত্বমূলক হতে হবে।
তিনি বাংলাদেশকে একটি বিশাল সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করে বলেন, আমরা সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারছি না এবং বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি। তবে জুলাই মাসের অভ্যুত্থানের ফলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে দেশের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করেন যে, এই সুযোগ সহজেই হারিয়ে যেতে পারে, তাই এটি ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার এবং ভবিষ্যতের সরকারগুলো এই পথ ধরে এগিয়ে যাবে এবং দেশের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।