বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তুলসী গ্যাবার্ড

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তিনি সোমবার নয়াদিল্লিতে বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের সম্মেলনে অংশগ্রহণকালে এনডিটিভি ওয়ার্ল্ডকে এই উদ্বেগের কথা জানান। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসলামপন্থী সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। তুলসী গ্যাবার্ড আরও জানান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলা নির্যাতন ও হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগের বিষয়।

এছাড়া, তিনি জানিয়েছেন যে, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসবাদী উপাদানের উত্থান নিয়েও আলোচনা চলছে। তুলসী গ্যাবার্ড ইসলামপন্থী খিলাফত এবং উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বৈশ্বিক কার্যক্রমের ওপরও আলোকপাত করেছেন। তিনি বলেন, এই গোষ্ঠীগুলো একই আদর্শে বিশ্বাসী এবং তাদের লক্ষ্য হলো ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা, যা অন্য ধর্মাবলম্বীদের ওপর প্রভাব বিস্তার করতে চায়।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন এই সন্ত্রাসী আদর্শের বিরুদ্ধে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ইসলামপন্থী সন্ত্রাসবাদ ও সহিংসতা বন্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ