বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চারদিনের সফরে চীনের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার যাত্রা

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ২৬ মার্চ (বুধবার) দুপুর ১টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন বাংলাদেশের একটি প্রধান বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে পরিচিত। এ সফরের মাধ্যমে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, এবং শিল্প খাতে চীনা বিনিয়োগের মাধ্যমে উন্নতির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। প্রধান উপদেষ্টা তার এই সফরের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ