বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাসের ধাক্কায় প্রাণ গেল তিন ভাইয়ের

বাসের ধাক্কায় প্রাণ গেল তিন ভাইয়ের

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সোনারবাংলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির খানের তিন ছেলে— মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা মোটরসাইকেলে করে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পাথরঘাটা থেকে ঢাকাগামী ‘রাজিব পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে মঠবাড়িয়া থেকে পাথরঘাটাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন ভাই নিহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে, এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতিতে বাস চালানো এবং সড়ক নিরাপত্তার বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ