ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে রাজধানী ছেড়েছেন রেকর্ডসংখ্যক মানুষ। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সিম মুভমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে, গত দুই দিনে (২৮ ও ২৯ মার্চ) ঢাকা ছেড়েছেন ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন।
এর মধ্যে ২৮ মার্চ ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন, আর ২৯ মার্চ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জনে। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে ছিল উপচেপড়া ভিড়। তবে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক বলছে সংশ্লিষ্টরা।
টানা ৯ দিনের ছুটিতে রাজধানী ফাঁকা
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ বা ১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকারি ছুটি শুরু হয়েছে ২৯ মার্চ থেকে। প্রথমে পাঁচ দিনের ছুটি থাকলেও ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে বন্ধ ঘোষণা করায় এখন টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
এই লম্বা ছুটির কারণে এবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে অনেক আগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ। ফলে ঢাকার রাস্তাঘাট এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
এত বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় বাস, ট্রেন ও নৌপথে চাপ ছিল বেশি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।