নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল মডেলিং ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। নাটকের জগতে বেশ ব্যস্ত সময় পার করা এই অভিনেত্রী আসন্ন ঈদেও থাকছেন ব্যস্ততম সময়ের মধ্যে। এ উৎসবে তাঁর অভিনীত ডজনখানেক নাটক মুক্তি পেতে যাচ্ছে। ঈদে প্রচারের জন্য নির্মিত নাটকগুলোর মধ্যে অনেকগুলোর প্রচার সময় পরিবর্তন হয়। তবে কেয়া পায়েল জানিয়েছেন, এ ঈদে তাঁর অন্তত বারোটি নাটক মুক্তি পাচ্ছে। এর মধ্যে রয়েছে—
‘প্রহর’, ‘ইতির ঈদি’, ‘ডাকাতিয়া প্রেম’ (পরিচালক: রাফাত মজুমদার রিংকু)
‘স্পাইস অব লাভ’ (পরিচালক: সাজ্জাদ হোসেন বাপ্পী)
‘মানুষ কী বলবে’ (পরিচালক: আশিকুর রহমান)
‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’ (পরিচালক: মেহেদী রনি)
‘বান্টির বিয়ে’ (পরিচালক: প্রবীর রায় চৌধুরী)
‘হ্যালো গায়েজ’ (পরিচালক: মহিদুল মহিম)
‘মন দিতে চাই’ (পরিচালক: মিফতাহ আনান)
‘বাজি’ (পরিচালক: তৌফিকুল ইসলাম)
‘তুমি যাকে ভালোবাসো’ (পরিচালক: আবুল খায়ের চাঁদ) নাটকগুলোর মধ্যে ‘তুমি যাকে ভালোবাসো’, ‘বাজি’, ও ‘হ্যালো গায়েজ’ নিয়ে কেয়া পায়েলের প্রত্যাশা বেশি। তিনি মনে করেন, এই নাটকগুলোর গল্প আকর্ষণীয় এবং দর্শকরা সেগুলো পছন্দ করবেন। ঈদের নাটকে পায়েলের বেশিরভাগ সহশিল্পী ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। জোভানের সঙ্গে তাঁর চারটি ও তৌসিফের সঙ্গে তিনটি নাটক রয়েছে। সহশিল্পীদের সম্পর্কে পায়েল বলেন, “তাঁরা দুজনেই অনেক সাপোর্টিভ। শুরুর দিন থেকেই তাঁরা আমাকে সহযোগিতা করছেন। আমাদের বোঝাপড়া খুব ভালো, ফলে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।” টানা শুটিংয়ের ব্যস্ততায় কেয়া পায়েল নিজের জন্য খুব একটা সময় বের করতে পারছেন না। তিনি বলেন, “চাঁদরাত পর্যন্ত শুটিং নিয়ে ব্যস্ত থাকব। এরপর আমার ব্যবসাপ্রতিষ্ঠানের দিকেও কিছুটা সময় দেব। চাঁদরাত থেকে এক সপ্তাহ কিংবা দশ দিনের জন্য বিরতি নেব।” পায়েলের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়, তাই ঈদও সেখানেই কাটান। ঈদের দিন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিজের ও অন্যদের নাটক দেখার পরিকল্পনা রয়েছে তাঁর। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে কেয়া পায়েল ‘বরবাদ’ দেখার পরিকল্পনা করেছেন। শাকিব খান ও ইধিকা পাল অভিনীত এই সিনেমাটি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করবেন। ঈদ উপলক্ষে তাঁর নাটক ও সিনেমা দেখার পরিকল্পনা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা থাকলেও, পায়েল নিজেও আনন্দের সঙ্গে এই বিশেষ সময় উদযাপনের অপেক্ষায় রয়েছেন।
