ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৯ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে। মহান আল্লাহর রহমতে কোনো হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের আশঙ্কা থাকে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা মোকাবিলা করব।”
তিনি আরও বলেন, “পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঈদেও দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা নিরলসভাবে কাজ করছেন, এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য।”
এ সময় তিনি রাজধানীতে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার পরিদর্শন করেন এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, তা তদারকি করেন।
এদিকে, ঈদযাত্রায় যাত্রীসংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। যদিও আগের কয়েক দিনে যাত্রী সংকটের কথা শোনা যাচ্ছিল, তবে শনিবার গাবতলী টার্মিনালে ভিড় কিছুটা বেড়েছে। টিকিট বিক্রেতারাও যাত্রী আকর্ষণে সক্রিয় ভূমিকা রাখছেন, যা ঈদের আগের দিনগুলোতে আরও বাড়তে পারে।