ম্যাচ জিতলেই সরাসরি খেলবে বিশ্বকাপে, এমন সমীকরণে খেলতে নেমে খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ নারী দল। ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে ভেঙে চুরমার হয়েছে নিগার সুলতানাদের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন।বাংলাদেশ হেরেছে মূলত তাদের ব্যাটিং ব্যর্থতায়। গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখিয়েছে ব্যাটিংয়ের বাজে প্রদর্শনী।
শুরুতেই ব্যাটিং করে ১১৮ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানারা। যার মধ্যে শেষ ৫০ রানে পড়েছে ৯ উইকেট। আর ১১ রানে শেষ ৬টি। শেষ ৬ ব্যাটার পারেননি দুই অঙ্ক ছুঁতে।
শেষ ৫ ব্যাটার মিলে রান ১!
অথচ, সেন্ট কিটসে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা এতটা বাজভাবে হয়নি। দলীয় ৬ রানে মুর্শিদা খাতুন ফিরলেও ফারজানা হক ও শারমিন আক্তারের জুটি নিয়ে যায় ৬৮ রান পর্যন্ত। এরপরই নেমে আসে ব্যাটিং ধস। শেষ দিকে তো শুরু হয়ে যায় আসা-যাওয়ার মিছিল।আর সহজ রান তাড়ায় ক্যারিবিয়ানরা জিতে যায় ২ উইকেট হারিয়ে ২৭.৩ ওভারেই। শেষ ওয়ানডেতে ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এই হারে অবশ্য বিশ্বকাপে খেলার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না বাংলাদেশের। বাছাইপর্বের বৈতরণি পর হতে হবে। বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকেও।এই বছর অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে বাছাইপর্ব। ৬ দলের এই বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। যেখান থেকে দুই দল খেলবে বিশ্বকাপে।