রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশে একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায়, সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান যে, প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়, পরে আরও দুটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়।
এদিকে, খিলগাঁও ফায়ার স্টেশনসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।