সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদের আগেই সুস্থ হয়ে বাসায় ফিরবেন তামিম

ঈদে

বড় বিপদ কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুখবর হলো, ঈদের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রথমে গ্যাস্ট্রিকের ওষুধ খেলেও পরবর্তীতে আরও বেশি অস্বস্তি অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়েছে।

বিসিবির পরিচালক ও তামিমের চাচা আকরাম খান জানিয়েছেন, “ডাক্তারদের মতে, যদি পরবর্তী দুই-তিন দিন তামিমের শারীরিক অবস্থা ভালো থাকে, তাহলে ঈদের আগেই আমরা তাকে বাসায় নিয়ে যেতে পারব। তবে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে।”

তামিমের সুস্থতার জন্য পরিবার কোনো ঝুঁকি নিতে চায় না। আকরাম খান বলেন, “রিং বসানোর পর এখন মূলত পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা চাই, বিদেশে নিয়ে ভালোভাবে পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে, যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয়।”

এদিকে, এত বড় শারীরিক ধকলের পর তামিমের মাঠে ফেরার ব্যাপারে কোনো তাড়াহুড়ো করা হবে না। চিকিৎসকরা অনুমতি দিলেই তিনি ক্রিকেটে ফিরতে পারবেন, তবে আপাতত কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে এই বাঁহাতি ওপেনারকে।

তামিমের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন তার পরিবার ও ঘনিষ্ঠজনরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ