মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

৭ হাজার কারখানায় এখনো বেতন হয়নি

বেতন

সরকার নির্ধারিত সময়সীমার মধ্যেও তৈরি পোশাক শিল্পের বহু কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হয়নি। একই সঙ্গে মার্চ মাসের অর্ধেক বেতনও এখনো বকেয়া রয়েছে অনেক কারখানায়। শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দেশের ৯,৬৯৫টি শিল্প-কারখানার মধ্যে ৭,২২৪টি এখনো মার্চ মাসের বেতন পরিশোধ করেনি।

এ ছাড়া ১২২টি পোশাক কারখানায় ফেব্রুয়ারি মাসের এবং ৩০টি কারখানায় জানুয়ারি মাসের বেতনও বাকি রয়েছে। ঈদ বোনাসও এখনো দেয়নি ৭২৩টি পোশাক কারখানা।

শিল্প পুলিশের প্রতিবেদনে জানানো হয়েছে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজার অধীন মোট ২,৮৯০টি পোশাক কারখানার মধ্যে ২,৭৬৮টি ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে। তবে এখনো কিছু কারখানায় জানুয়ারি মাসেরও বেতন বকেয়া রয়ে গেছে।

শিল্প পুলিশের তথ্য অনুসারে, ৯,৬৯৫টি কারখানার মধ্যে ৬,৬৭৩টি প্রতিষ্ঠান ঈদুল ফিতরের বোনাস দিয়েছে। তবে সাত হাজার ৮৬০টি কারখানায় এখনো মার্চ মাসের বেতন পরিশোধ হয়নি, যা মোট কারখানার ৮১.৭ শতাংশ।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সরকার নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়ায় ১২টি কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব মালিকরা শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না।

গাজীপুরে বেতন-বোনাস না দিয়ে কারখানায় তালা

গাজীপুরে সিগনেচার অ্যাপারেলস ও হ্যাগ নিটওয়্যার কারখানার শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। অভিযোগ রয়েছে, মালিকপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে চলে গেছে, ফলে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।

নারায়ণগঞ্জে ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঈদের ছুটি বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান নেন, যার ফলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে দাবি মেনে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

৫ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, স্টাইল ক্রাফট, টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড, অ্যাপারেল আর্ট লিমিটেড-এর শ্রমিকরা টানা পাঁচ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ