জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২১ সালের ৫ আগস্ট যারা নানা নির্যাতন ও নিপীড়নের শিকার ছিলেন, তাদের জন্য এটি নতুন স্বাধীনতা। তবে, যারা আপস করে বিরোধী রাজনীতি করেছেন এবং যাদের ব্যাংক-ব্যালেন্স আগের মতো অক্ষুণ্ন ছিল, তাদের কাছে হয়তো ৫ আগস্ট স্বাধীনতা মনে হয় না। তারা স্বাধীন ছিল সব সময়, আগে যেমন ছিল, এখনো তেমনই আছেন। তাদের কাছে প্রথম স্বাধীনতাও এবং দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বহীন, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা।
এদিন, এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তৃতা দিতে গিয়ে তিনি আরও বলেন, যারা গত ১৫-১৬ বছর নির্যাতিত ছিলেন, তাদের কাছে ৫ আগস্ট অবশ্যই স্বাধীনতা। ৫ আগস্ট আসলে তাদের নতুন করে স্বাধীন হওয়ার দিন ছিল।
তিনি বলেন, কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে দেশে হিন্দু নির্যাতনের গল্প প্রচার করছে, যা বন্ধ হওয়া উচিত।
এছাড়া, তিনি উল্লেখ করেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা–কর্মীরা এখনো ভারতে আছেন। তিনি আশা প্রকাশ করেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপরাধীদের ফেরত পাঠাতে সহায়তা করবে, যদি বিচার কার্যক্রম এগিয়ে যায়।
২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে, নাহিদ ইসলাম বলেন, তাদের হত্যার বিচার এবং যথাযথ মর্যাদা দাবি করতে হবে। তিনি সরকারের কাছে শহীদদের তালিকা প্রকাশ ও দোষীদের বিচার দাবি করেন।