বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই।’
বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে, তারা মূলত স্বাধীনতা দিবসের গুরুত্ব কমিয়ে দেখাতে চায়। তাদের মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে বিভিন্ন দল প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অন্যদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু পরবর্তীতে স্বাধীনতার প্রকৃত চেতনা ক্ষুণ্ন করা হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই অর্জন রক্ষা করতেই হয়েছে।’