বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়।
বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটি কোনো নির্বাচনী রোডম্যাপ নয়। বিএনপি বারবার রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে, কারণ এর অভাবে দেশের সংকট কাটছে না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের কথা বলছে। শুধুমাত্র একটি নির্বাচিত সরকারই দেশের সংকট সমাধান করতে পারে।
বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে তিনি হতাশ হয়েছেন, কারণ সেখানে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কিছু বলা হয়নি। এমনকি স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামও উল্লেখ করা হয়নি, যা ইতিহাসের অংশ।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতে ইতিহাস বিকৃত করেছে, এখন আবারও সেই প্রবণতা দেখা যাচ্ছে। তবে প্রকৃত সত্যকে সামনে রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের এই দিনে জিয়াউর রহমানের আহ্বানে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে। শুধু স্বাধীনতার ঘোষণা দেওয়াই নয়, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকে সংগঠিত করেও বিজয় ছিনিয়ে এনেছিলেন।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে, হত্যা, গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। তবে গত জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থা থেকে মুক্তি মিলেছে। তিনি আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করবে এবং দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করবে।