Search
Close this search box.

জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

জামালপুর প্রতিনিধি: উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরের সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরামসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, বন্যা ও বৃষ্টির পানির স্রোতে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজারের নির্মাণাধীন মহারানী ব্রিজের অ্যাপ্রোজ সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার সঙ্গে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কেও একটি ব্রিজের মাটি ধসে গেছে। এছাড়াও মাদাগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের হিদাগারী গ্রামে সড়ক বাঁধের ১শ’ ফুট ধসে কয়েকটি গ্রামে বন্যার পানি প্রবেশ করছে।

আগামী ৪৮ ঘণ্টা জেলার সকল নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ড

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ