রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মৌ (১৪) নামে এক কিশোরী মাদরাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৌ ওই ভবনের পঞ্চম তলায় অবস্থিত নূরে জান্নাত নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। মৃত মৌ বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন মহুরীর নাতনি ও উজিরপুর পৌর শহরের বাসিন্দা মো. শাহিনের মেয়ে।

পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর একটার দিকে রোজাদার মৌ ছাদ থেকে পড়ে প্রথমে একতলা টিনের চালার ওপর আঘাত পায় এবং সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৌ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ