সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দলের সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিচ্ছেন হামজা, বলছেন কাবরেরা

দলের সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিচ্ছেন হামজা, বলছেন কাবরেরা

এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতির অংশ হিসেবে শিলংয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের নতুন সদস্য হামজা চৌধুরীও ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলতে নামবেন হামজা। ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া প্রসঙ্গে কাবরেরা বলেছেন, ‘সৌদি আরবে আমরা দারুণ অনুশীলন করেছি, ঢাকায়ও ভালো প্রস্তুতি নিয়েছি। হামজা খুব ভালোভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী যে, ভারত ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’

শিলংয়ে অনুশীলনের সময় বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম নিয়েও কথা বলেছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে বেশ শক্তিশালী। ফাহমিদুলকে নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, যা আমরা আগেই অনুমান করেছিলাম। তবে আমরা নিজেদের পরিকল্পনা সম্পর্কে জানি এবং এখন আমাদের মূল লক্ষ্য ম্যাচে ফোকাস করা।’

বাংলাদেশ দলের ফরোয়ার্ড রাকিব হোসেন মনে করেন, হামজা চৌধুরীর উপস্থিতি দলের সবাইকে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, ‘হামজা ভাই আমাদের দলের জন্য দারুণ অনুপ্রেরণা। তার মতো একজন খেলোয়াড়কে দলে পাওয়া আমাদের সবার জন্যই ইতিবাচক। তিনি প্রথমবারের মতো ক্যাম্পে যোগ দিয়েছেন, তাই আমরা সবাই মিলে চেষ্টা করব তাকে ভালো একটি খেলা উপহার দেওয়ার। আমাদের লক্ষ্য একটাই—ম্যাচ জেতা।’

ভারতের বিপক্ষে লড়াই সম্পর্কে রাকিব বলেন, ‘আমি আগেও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি। আমাদের সঙ্গে তাদের প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপেও আমরা ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছি। আমরা জানি, ভারত শক্তিশালী দল এবং তাদের খেলোয়াড়দের সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। তবে আমরাও এখন আগের চেয়ে ভালো এবং গোছানো দল। আমরা চেষ্টা করব ভালো ফুটবল খেলে ম্যাচটি জিততে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ