সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ পুনর্বাসন রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি: নাহিদ

আওয়ামী লীগ

আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই দেশের মাটিতে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচার অবশ্যই হতে হবে।’

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। তবে শুধু প্রতিষ্ঠান নয়, দলীয়করণের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক শূন্যতার কারণে অতীতে সামরিক শাসনের ঘটনা ঘটেছিল, যা কোনোভাবেই কাম্য নয়। আওয়ামী লীগসহ সকল ফ্যাসিবাদী শক্তির বিচার দাবি করেন নাহিদ ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ