কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়, এতে কয়েকজন নিখোঁজ রয়েছেন। তবে বিজিবির তৎপরতায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাত আড়াইটার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া এলাকার সমুদ্র উপকূলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
নৌকাডুবির কারণ ও উদ্ধার অভিযান
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সমুদ্রে রোহিঙ্গাবাহী নৌকাটি দেখতে পান বিজিবির এক সদস্য। তিনি স্থানীয় একজনের নৌকা নিয়ে তাদের থামানোর সংকেত দেন। এ সময় উত্তাল ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয় জেলে ও বিজিবি সদস্যরা এগিয়ে আসেন এবং নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, স্থানীয় জেলেদের মাধ্যমে তিনি শুনেছেন যে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।
শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের পাহারাদার আবদুল মান্নান বলেন, বিজিবির সদস্যরা টহলের সময় নৌকাটি দেখতে পান এবং আটকানোর চেষ্টা করেন। এরপর কীভাবে নৌকাটি ডুবে গেল, তা জানা যায়নি। তবে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।
প্রশাসনের বক্তব্য
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পর শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “রোহিঙ্গাবাহী নৌকাডুবির বিষয়ে আমরা অবগত আছি এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।”