সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় একটি শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা ও সম্পদের সুরক্ষার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

পুলিশ ও শ্রমিকদের তথ্যানুযায়ী, সকাল ৮টার দিকে শ্রমিকরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করেন। এরপর মিছিল নিয়ে ভোগড়া বাইপাসের দিকে অগ্রসর হলে অন্যান্য ফ্যাক্টরিগুলোও ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা চান্দনা চৌরাস্তার বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সকাল ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ২০ মার্চ শ্রমিকরা ঈদ বোনাস ও ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এসময় উত্তেজিত শ্রমিকরা কারখানা ব্যবস্থাপনার চার কর্মকর্তাকে মারধর করেন। পরবর্তীতে যৌথবাহিনী চারজন শ্রমিককে আটক করলেও পরে ছেড়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ