সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ওটিটির ‘ঈদ’ প্রতিযোগিতায় আলোচনায় তিন অভিনেত্রী

ওটিটির

ঈদ এলেই যেমন সিনেমাহলগুলোতে উৎসবের আমেজ থাকে, তেমনি ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও সরগরম পরিবেশ তৈরি হয়। বর্তমানে দেশে সিনেমাহলের সংখ্যা কমে যাওয়ায় অনেক দর্শকই ওটিটির দিকে ঝুঁকছেন। এবারের ঈদ উপলক্ষে বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম মুক্তি পাচ্ছে, তবে দর্শকদের মূল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন জনপ্রিয় অভিনেত্রী—জয়া আহসান, রাফিয়াথ রশিদ মিথিলা ও তাসনিয়া ফারিণ।

জয়া আহসানের ‘জিম্মি’

এই ঈদে ওটিটিতে আসছে জয়া আহসান অভিনীত ‘জিম্মি’ নামে একটি ওয়েব সিরিজ, যা পরিচালনা করেছেন আশফাক নিপুন। এটি হবে ওটিটিতে তার প্রথম কেন্দ্রীয় চরিত্রের কাজ। সিরিজটি ২৮ মার্চ হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

গল্পটি একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীর জীবন ঘিরে, যিনি দীর্ঘ ১০ বছর ধরে প্রমোশন পাননি এবং সংসারে নানা আর্থিক সংকটে ভুগছেন। একদিন অফিসের স্টোররুমে হঠাৎ বাক্সভর্তি টাকা পেয়ে যান তিনি। কিন্তু সেই টাকা তার জীবনে নতুন এক সংকটের জন্ম দেয়। এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয় ও প্রান্তর দস্তিদার।

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে ফিরছেন মিথিলা

রাফিয়াথ রশিদ মিথিলা ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তার সিনেমা ‘জলে জ্বলে তারা’-র পর এবার ঈদেও থাকছেন ওটিটিতে। তিনি আসছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন নিয়ে, যা পরিচালনা করেছেন শিহাব শাহীন

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিজনের শেষ দৃশ্যে দেখা গিয়েছিল মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে স্বপন। সেই রহস্যের জট খুলবে এবার। সিরিজটি ঈদে মুক্তি পাবে, তবে প্ল্যাটফর্ম ও মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

‘হাউ সুইট’ নিয়ে আসছেন তাসনিয়া ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার ঈদে ওটিটিতে হাজির হচ্ছেন ‘হাউ সুইট’ নামের একটি ওয়েব ফিল্ম নিয়ে, যা পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। এতে তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় শখের ফটোগ্রাফার আদনানের ক্যামেরা পড়ে যায় নদীতে। ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছুটতে থাকে আদনান, আর এই প্রক্রিয়ায় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা সামনে আসে। ধীরে ধীরে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে।

ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে, তবে নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এবারের ঈদে ওটিটিতে এই তিন তারকার প্রকল্প নিয়ে দর্শকদের প্রত্যাশা বেশ উঁচুতে। এখন দেখার অপেক্ষা, কে কাকে টেক্কা দিতে পারেন এই প্রতিযোগিতায়!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ