চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী ছিলেন আপন ভাইবোন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে দোহাজারী পৌরসভার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রেল স্টেশন সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী ও অটোরিকশা চালক প্রাণ হারান। গুরুতর আহত অপর শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— অটোরিকশা চালক রুহুল আমিন (অমানত উল্লাহর ছেলে) এবং দোহাজারী জামিজুরি এলাকার জসিম উদ্দিনের দুই সন্তান, সপ্তম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দিন ও নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী। এছাড়া ১৬ বছর বয়সী তাসিন আক্তার আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, গতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।