বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতাদের উদ্দেশে বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার রাতে পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত ছিলেন।
খালেদা জিয়া বলেন, “একে অপরকে সহযোগিতা করতে হবে এবং সম্মিলিতভাবে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান। এরপর তারেক রহমান ঈদের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়াকে বক্তব্য রাখার অনুরোধ করেন।
খালেদা জিয়া বলেন, “আপনাদের ত্যাগ ও সংগ্রাম বিফলে যাবে না। সবাই মিলে দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।” তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং আবেগপ্রবণ হয়ে পড়েন। এছাড়া, দেশের জন্য দোয়া ও আল্লাহর সাহায্য কামনা করেন।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় দলের সিনিয়র নেতারা, স্থায়ী কমিটির সদস্য এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।