সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শরীয়তপুরের – ভেদরগঞ্জ ছয়গাঁ ইউনিয়নে এক নারীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের
শরীয়তপুরের ভেদরগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মুক্তা বেগম (৫৫) বাড়িজঙ্গল গ্রামের মান্নান গাজীর স্ত্রী। মুক্তার এক ছেলে বিদেশে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা বেগমকে ঘরে একা রেখে তারাবির নামাজ আদায় করতে যান তাঁর স্বামী মান্নান গাজী। নামাজ আদায় করে ঘরে ফিরে দেখেন মুক্তার নিথর মরদেহ রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে আছে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসেন। ঘটনার বিষয়ে তদন্ত করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট (সিএসইউ)।

বাড়িজঙ্গল গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, গ্রামে ডাকাত ঢুকেছে বলে মসজিদের মাইকে মাইকিং করা হচ্ছিল। তখন মাইকের আওয়াজ শুনে ঘটনাস্থলে আসি। এসে দেখি মুক্তার রক্তাক্ত দেহ নিথর অবস্থায় খাটের ওপর পড়ে আছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, ওই নারীর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি রাত ৮টা থেকে ৯টার মধ্যে ঘটেছে। পুলিশ মরদেহের সুরতহালের কাজ করছে। আর ঘটনার বিষয়ে তদন্ত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসেছে ও ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ