নাটোরের বড়াইগ্রামে টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে নগর ইউনিয়নের ধানাইদহ বাজারে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, নগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণের সময় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদ সরকারের নেতৃত্বে একদল কর্মী অবিক্রীত পণ্য ভাগ করে নেন। বিষয়টি জানতে পেরে নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিল্টন হোসেন ও ইউপি সদস্য আবুল হোসেন আবু সেখানে গিয়ে এর প্রতিবাদ জানান এবং অবশিষ্ট পণ্যের অংশ চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে বিকাল ৪টার দিকে মিল্টন হোসেন তার কর্মীদের নিয়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অবস্থান নেন। তখন আসাদ সরকারের সমর্থকরা চাইনিজ কুড়াল, হাসুয়া ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ৬-৭ জন গুরুতর আহত হন এবং অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়।
বিএনপি নেতা আসাদ সরকার দাবি করেছেন, তার দলের কর্মীদের ওপরই প্রথম হামলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে করা ভাঙচুরের অভিযোগ মিথ্যা। অন্যদিকে মিল্টন হোসেন অভিযোগ করেন, টিসিবির পণ্য ভাগাভাগি নিয়ে প্রতিবাদ করায় প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।