দুর্গাপুর (রাজশাহী )প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচিতে রাজশাহীর দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক কর্মসূচিতে দিবসটি উদযাপন করে।
কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদদের স্মরণে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ৩১ (একত্রিত) বার তোপধ্বনি, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান, দেশ ও জাতির শান্তি কামনায় মসজিদ-মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং মাদ্রাসা-এতিমখানায় ও শিশু বিকাশ কেন্দ্রে উন্নতমানের খাবার বিতরণ।
দিবসটির শুরুতে সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর পর সকাল ৯টায় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। উদ্বোধন করা হয় কুচকাওয়াজ।
জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এবং তারা ডিসপ্লে প্রদর্শন করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম , উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার , কৃষি কর্মকর্তা সাহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইনসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।