রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের পরিবহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়েছে, যাতে ৪২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে বনানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার জানান, বাসটি গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে যাচ্ছিল, তবে বনানী এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
বাসটি বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।