মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্ধর্ষ প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ গ্রেপ্তার

দুর্ধর্ষ প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ গ্রেপ্তার

রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসী মামলায় কুখ্যাত প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) শরীয়তপুরের নড়িয়া থানা এলাকা থেকে সেনাবাহিনীর একটি টিম তাকে আটক করে।

এর আগে, মঙ্গলবার (২৫ মার্চ) দৈনিক কালবেলা পত্রিকায় “দুর্ধর্ষ এক প্রতারকের নাম আশরাফুজ্জামান মিনহাজ” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে তার প্রতারণার কৌশল তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, তিনি নিজেকে কখনো কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, কখনো যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, আবার বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর বলে পরিচয় দেন। নিজেকে বিত্তবান দেখিয়ে সুইস ব্যাংকে ৫৫ মিলিয়ন ডলার গচ্ছিত থাকার দাবি করেন।

এছাড়া, তিনি বিসিএস ক্যাডার ‘কথিত’ স্ত্রীর প্রভাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন এবং পরে সহায়তার নামে অর্থ হাতিয়ে নেন। তার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ জমা পড়েছে।

জানা গেছে, আশরাফুজ্জামানের প্রতারণার শুরু ২০০৮ সালে। ২০০৯ সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে তিনি তার পরিবারের এক সদস্যকে প্রেমের ফাঁদে ফেলেন। পরে সাহারা খাতুনের পরিবারের জামাই পরিচয় দিয়ে সচিব, পুলিশ ও বিচার বিভাগের প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে থাকেন।

এছাড়া, তিনি বিভিন্ন কর্মকর্তাদের বিপদে ফেলে অর্থ আদায় করতেন এবং প্রয়োজন মতো বিভিন্ন সংস্থার ব্যক্তিদের ব্যবহার করতেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তার পরিচয় ভুয়া বলে জানতে পেরে তাকে গ্রেপ্তার করিয়ে কারাগারে পাঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ