ঈদের ছুটিতে রাজধানী এখন ফাঁকা। চিরচেনা যানজট না থাকায় নগরবাসী স্বস্তিতে চলাফেরা করতে পারায় আনন্দিত তারা। তবে এই সুযোগে রাজধানীতে যাতে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর বিভিন্ন রাস্তায় কর্মরত কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জানান, ঢাকা এখন ফাঁকা। নেই কোনো যানজট। তাই স্বস্তিতে চলাফেরা করতে পেরে খুশি নগরবাসী। তবে এই সুযোগে শহরে যাতে নিরাপত্তায় কোনো ঘাটতি না হয় সেজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ফাঁকা রাজধানীতে প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নিরাপত্তায় কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান সড়ক থেকে অলিগলি পর্যন্ত নিরাপত্তায় কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পাশাপাশি বাসা বাড়িতে যেন চুরি ও রাস্তাঘাটে ছিনতাই না হয় সেজন্য নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় জনপ্রতিনিরাও।
ঈদের ছুটি শেষে নগরবাসী রাজধানীতে ফিরে না আসা পর্যন্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।