একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা মারা গেছেন। কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসসহ একাধিক রোগে ভুগছিলেন তিনি।
মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি মুহম্মদ নূরুল হুদা।
জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন কবি। মাঝখানে কিছুটা সুস্থ হলেও হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন কবি অসীমকে দ্রুত ভর্তি করেন বিএসএমএমইউতে। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। চলতি বছরের শুরুর দিকেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা।
তার চিকিৎসকরা জানান, হাত কাঁপা রোগ, কোষ্ঠকাঠিন্য,ডায়াবেটিস রোগের পাশাপাশি বিষণ্নতাতেও ভুগছিলেন তিনি।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন কবি অসীম সাহা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশুনা করেন তিনি। কবিতার পাশাপাশি উপন্যাস লিখেও জনপ্রিয় হয়ে ওঠেন কবি অসীম সাহা।
বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।