মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে সম্পর্ক জোরদারের বার্তা দিলেন ট্রাম্প

ট্রাম্প

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাটি তুলে ধরা হয়।

শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তা বৃদ্ধির সুযোগ এনে দিয়েছে।”

তিনি আরও বলেন, “এই গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্র প্রতীক্ষা করছে। আমি আশাবাদী যে, আমরা একসঙ্গে কাজ করে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করবো, দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেব এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতে অবদান রাখবো।”

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প ড. ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ