Search
Close this search box.

নিষিদ্ধ সংগঠনের নিষেধাজ্ঞা তোলার পরিকল্পনা নেই সরকারের

স্টাফ রিপোর্টার:সম্প্রতি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন দাবি করেছেন, ড. ইউনূসের সরকার হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবিকে নাকচ করে দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রবিবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানিয়েছে, গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।

প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে, উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ।

এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ড. ইউনূসের সরকার হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে।

তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাঁর এই দাবি সত্য নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ