মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এনআইডি সেবার দাবিতে মানববন্ধনে ইসির কর্মকর্তা-কর্মচারীরা

এনআইডি সেবার দাবিতে মানববন্ধনে ইসির কর্মকর্তা-কর্মচারীরা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখার দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারীরা “স্ট্যান্ড ফর এনআইডি” কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।

গতকাল বুধবার জানানো হয়েছিল, ইসি সচিবালয়সহ দেশের সব কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার মানববন্ধন চলবে। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রাখা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “এক-দুই-তিন-চার, এনআইডির পিছু ছাড়”, “ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা, বিভক্তি মানি না”, “এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি ইসির অধিকার” ইত্যাদি। তাঁদের হাতে এসব দাবির সমর্থনে লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে।

এ কর্মসূচিতে আইডিয়া-২ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ