মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানালো অন্তর্বর্তীকালীন সরকার

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সরকার

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খিলাফত সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে এক বিবৃতিতে সরকার তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে বিভ্রান্তিকর ও বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শান্তিপূর্ণ ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তুলসী গ্যাবার্ডের মন্তব্য ভিত্তিহীন ও অতিরঞ্জিত উল্লেখ করে সরকার জানায়, বাংলাদেশ চরমপন্থার বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সহযোগিতায় কাজ করছে।

সরকার আরও বলেছে, রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল হয়ে বক্তব্য দেওয়া উচিত এবং বাংলাদেশকে ‘ইসলামিক খিলাফত’ ধারণার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ