রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে যৌথ বাহিনী, প্রস্তুত জলকামান ও এপিসি

বায়তুল মোকাররম

ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন ইসলামী দল বিক্ষোভের ডাক দিয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান রাখা হয়েছে।

এছাড়া, মসজিদের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, এবং নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের ব্যাগ তল্লাশি করছে পুলিশ। এছাড়া, সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্যও সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী, আজ জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়া, জামায়াত ও ছাত্রশিবিরের সদস্যদেরও মসজিদ এলাকায় উপস্থিত থাকতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ