শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনাবাহিনী ইস্যুতে ভুল স্বীকার করলেন এনসিপি হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সেনাবাহিনী সম্পর্কে দেওয়া ফেসবুক স্ট্যাটাসের প্রক্রিয়া সঠিক হয়নি বলে স্বীকার করেছেন দলটির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি জানান, এর ফলে ভবিষ্যতে দলটি যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা সমঝোতায় আস্থার সংকটে পড়তে পারে।

গত ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর, ২১ মার্চ হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে সেনাপ্রধান ও সেনাবাহিনী নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। এতে দলের ভেতরেই মতবিরোধ দেখা দেয়।

গতকাল (রবিবার) হাসনাতের পোস্ট নিয়ে নিজের মতামত জানিয়ে সারজিস আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “সেদিন আমি ও হাসনাত সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করি। আমাদের দলের আরও একজন গুরুত্বপূর্ণ সদস্য যাওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি।”

তিনি আরও জানান, “আমাদের সেনানিবাসে ডেকে নেওয়া হয়নি। বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজরের সঙ্গে মেসেজের মাধ্যমে যোগাযোগ হতো। ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবসে সেনাপ্রধানের বক্তব্যের পর আমরা বিষয়টি জানতে চাই। তখন সেনাপ্রধান সরাসরি কথা বলতে চাইলে সাক্ষাৎ হয়।”

সেনাভবনে সেই বৈঠকে শুধু তিনজন উপস্থিত ছিলেন—সেনাপ্রধান, হাসনাত এবং সারজিস। তবে তারা সেনাপ্রধানের বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সারজিস আলম বলেন, “হাসনাত তার দৃষ্টিকোণ থেকে বক্তব্যটি গ্রহণ করেছে, যা আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি মেলে না। আমি এটি কোনো ‘প্রস্তাব’ হিসেবে দেখিনি, বরং সেনাপ্রধান তার ‘ব্যক্তিগত অভিমত’ প্রকাশ করেছেন।”

সারজিস আলম আরও বলেন, “‘অভিমত প্রকাশ’ ও ‘প্রস্তাব’ দুটি ভিন্ন বিষয়। সেনাপ্রধান হয়তো সরাসরি ভাষায় কথা বলেছেন, তবে রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে ‘চাপ প্রয়োগ’ করা হয়েছে বলে আমার মনে হয়নি। বরং তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, দলটি পুনর্গঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘমেয়াদে সমস্যার মুখে পড়বে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ