ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ারের শেষের দিকে, তবে তিনি সম্ভবত তার ছেলে রোনালদো জুনিয়রের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস তৈরি করতে পারেন। ১৪ বছর বয়সেই রোনালদো জুনিয়র বিভিন্ন বড় ক্লাবের জুনিয়র দলগুলোতে খেলে তার প্রতিভার পরিচয় দিয়েছে। বর্তমানে তিনি তার বাবার ক্লাব আল নাসরের যুবদলে খেলছে।
এখন প্রশ্ন, রোনালদো জুনিয়র কোন দেশের হয়ে খেলবে? তিনি ৫টি দেশের হয়ে খেলার সুযোগ পেতে পারেন—যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগাল।
রোনালদো জুনিয়রের জন্ম ২০১০ সালে ক্যালিফোর্নিয়ায় হওয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। তবে, তার বাবা হয়তো চান না ছেলে যুক্তরাষ্ট্রের হয়ে খেলুক। এর ফলে যুক্তরাষ্ট্রের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা কম।
রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে দুটি মেয়াদে খেলেছেন, তাই তার ছেলে ইংল্যান্ডের জাতীয় দলে খেলতেও পারেন। রোনালদো জুনিয়র শৈশবকাল কাটিয়েছেন স্পেনে, এবং আইনগতভাবে ৩ বছর স্পেনে থাকলে সে দেশের নাগরিকত্বের আবেদন করতে পারে, ফলে স্পেনের হয়ে খেলার সুযোগও রয়েছে।
রোনালদো জুনিয়রের নানীর বাড়ি কেপ ভার্দেতে হওয়ায়, এই দেশের হয়ে খেলার সুযোগও তার আছে। তবে, সব মিলিয়ে পর্তুগালের জাতীয় দলের হয়ে খেলাটাই সবচেয়ে সম্ভাব্য, এবং হয়তো রোনালদো নিজেও চান তার ছেলে পর্তুগালের হয়ে খেলুক।