ঈদযাত্রার সময় সাধারণত ট্রেনযাত্রীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির চিত্র দেখা গেলেও এবার ব্যতিক্রম দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে যাচ্ছে, ফলে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ির পথে রওনা হতে পারছেন।
শুক্রবার (২৮ মার্চ) সকালে স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনের রেক প্রস্তুত রাখা হয়েছে। নির্ধারিত ট্রেন ছাড়ার পরপরই নতুন ট্রেন সেখানে এনে রাখা হচ্ছে, যাতে যাত্রীরা সময়মতো গন্তব্যে যেতে পারেন।
কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী তাহমিদ জীবন বলেন,
“আগে ট্রেন ছাড়তে অনেক দেরি হতো, কিন্তু এবার সঠিক সময়েই ছাড়ছে। স্টেশনের ব্যবস্থাপনাও ভালো।”
একতা এক্সপ্রেসের যাত্রী মোবারক হোসেন জানান,
“আগে ট্রেনে সিট নিয়ে বিশৃঙ্খলা হতো, এবার টিকিটবিহীন যাত্রী নেই। ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পারছি।”
আরেক যাত্রী আদুরি খাতুন বলেন,
“পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ছেলে-মেয়েরা খুব খুশি, কারণ অনেক দিন পর গ্রামের বাড়ি যাচ্ছে।”
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন,
“ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।”
এবারের ঈদযাত্রায় ভিড় থাকলেও যাত্রীদের তেমন কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না, যা রেলওয়ের উন্নত ব্যবস্থাপনারই ফলাফল বলে মনে করছেন যাত্রীরা।