মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কমিউটার ট্রেনের টিকিট পেতে ভোর থেকেই যাত্রীদের অপেক্ষা

কমিউটার ট্রেনের টিকিট পেতে ভোর থেকেই অপেক্ষা

ঈদযাত্রার জন্য আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে আগেই বিক্রি হয়ে গেছে। তবে কমিউটার ট্রেনের টিকিট পাওয়া এখনো সম্ভব, তাই যাত্রীরা ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় জমাচ্ছেন।

কমিউটার ট্রেনের টিকিট যাত্রার মাত্র দুই ঘণ্টা আগে থেকে দেওয়া হয়। তাই অনেকেই সেহরি খেয়েই টিকিট সংগ্রহের জন্য স্টেশনে চলে আসেন। টিকিট কাটতে দীর্ঘ সময় অপেক্ষা করলেও কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, ঈদযাত্রার কারণে যাত্রীদের উপচে পড়া ভিড়।

ভোর থেকেই টিকিটের জন্য লাইন

মহুয়া কমিউটার ট্রেনের টিকিটপ্রত্যাশী শাহাবুল বলেন, “পরিবার নিয়ে সেহরি খেয়েই স্টেশনে চলে এসেছি। কমিউটার ট্রেনে দুটি আসনের বিপরীতে তিনটি টিকিট কাটতে হয়—এর মধ্যে দুটি আসনের, আরেকটি দাঁড়িয়ে যাওয়ার টিকিট। দেরি করলে চারটি টিকিট নিতে হয়, কারণ আসন কম, যাত্রী বেশি। দুই ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিট পেয়েছি। এখন যাত্রার অপেক্ষায় আছি।”

মঈন ইসলাম, যিনি পরিবারের তিন সদস্যকে নিয়ে নরসিংদী কমিউটার ট্রেনের টিকিট কাটতে এসেছেন, বলেন, “ঈদের সময় আমরা ট্রেনকেই বেছে নিই, কারণ সড়কপথে যানজট আর বাড়তি ভাড়ার ঝামেলা থাকে। টিকিট পেতে কষ্ট হলেও নিরাপদ যাত্রার জন্য এই কষ্ট মেনে নিই।”

ট্রেনের শিডিউল ও নিরাপত্তা ব্যবস্থা

এবারের ঈদে ১২০টি আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচজোড়া বিশেষ ট্রেন চালু রয়েছে। এছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেনও চলাচল করছে।

কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, “ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। যাত্রীদের নিরাপত্তায় র‍্যাব, পুলিশ, আনসারসহ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী কাজ করছে।”

এদিকে, ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে, যাতে ট্রেনের শিডিউল ঠিক রাখা যায়।

ফিরতি টিকিট বিক্রি শুরু ৩ এপ্রিল

ঈদের ফিরতি টিকিট ৩ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দেওয়া হচ্ছে ৬ এপ্রিলের টিকিট, ২৮, ২৯ ও ৩০ মার্চ যথাক্রমে ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

এছাড়া, যাত্রীদের সুবিধার্থে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে জয়দেবপুরমুখী ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ